Generator:





##প্রথম পর্বঃ আমরা অনেকেই Mwm জেনারেটর এর খুটিনাটি বিষয় সম্পর্কে জানতে চাই। সকল অল্টারনেটিং কারেন্ট উৎপাদনকারি জেনারেটর এর কাজ প্রায় একই রকম তাই আমাদের কে আগে জানতে হবে।

আসলেবে, জেনারেটর কি বা কাকে বলে? তার পর আমাদের কে আস্তে আস্তে এর কার্যবিধি সম্পর্কে জানেতে হবে।।  

তাহলে চলুন আজ আমরা জানবো জেনারেটর কাকে বলে এবং এসি এবং ডিসি জেনারেটর কিভাবে কাজ করে থাকে? 

১. জেনারেটর কাকে বলে? 

##উত্তরঃ যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে অর্থাৎ মেকানিক্যাল এনার্জি কে ইলেক্ট্রিক্যাল এনার্জিতে রুপান্তরিত করতে পারে তাকে জেনারেটর বলে।

২.জেনারেটর কত প্রকার।।

##উত্তরঃজেনারেটর সাধারণত দুই প্রকারঃ

** এসি জেনারেটর এবং **ডিসি জেনারেটর।।


 ৩.এসি জেনারেটর কিভাবে কাজ করে?

##উত্তরঃঅল্টারনেটরে আর্মেচার স্থির থাকে এবং ফিল্ডকে প্রাইম মুভারের সাহায্যে ঘুরালে ফিল্ডে উৎপন্ন ঘুরন্ত চুম্বকক্ষেত্র বা ফ্লাক্স আর্মেচার কন্ডাক্টরকে কর্তন করলে কন্ডাক্টরের মধ্যে এসি ই,এম,এফ আবিষ্ট হয় এবং তা স্লিপ রিং এর মাধ্যমে লোড কারেন্ট সরবরাহ করে।

অল্টারনেটর ফিল্ড আর্মেচার ও এক্সাইটর নিয়ে কাজ করে। এক্সাইটার ফিল্ডে চুম্বক ক্ষেত্র তৈরি করে। যখন ফিল্ডকে গুরানো হয় তখন চুম্বক ক্ষেত্র আর্মেচার কোরের উপর উপস্থিত পরিবাহী সমূহকে কর্তন করে এবং ফ্যারাডারে ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন নীতির মাধ্যমের পরিবাহীতে এসি এ,এম,এফ উৎপন্ন করে থাকে।।


৪. ডিসি জেনারেটর কিভাবে কাজ করে?

##উত্তরঃ ঠিক এসি জেনারেটর যেভাবে কার্য শেষ করছে তার বিপরীত ভাবে কাজ করে থাকে।। 

ডিসিতে ফিল্ড স্থির থাকে আর আর্মেচার ঘুরে।।