##২য়পার্বঃ

আজ আমরা ডিসি জেনারেটর এর বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আলোচনা করবো।।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, ডিসি জেনারেটর এর প্রাকার ভেদ সম্পর্কে।।







##এক্সাইটেশনের উপর ভিত্তি করে ডিসি জেনারেটর দুই প্রকার 

১.সেপারেটলি  এক্সাইটেড জেনারেটর।

এই ধরনের জেনারেটরে ম্যাগনেটিক ফিল্ড শক্তিপ্রাপ্ত হয় বা এনার্জিজড হয় বাহিরের সোর্স ডিসি কারেন্ট এর মাধ্যমে।।

২.সেল্ফ এক্সাইটেড জেনারেটর।

এধনের জেনারেটরের মাধ্যমে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্টের  মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এনার্জিজড বা শক্তিপ্রাপ্ত হয়। বাহ্যিক কোন সোর্সের প্রয়োজন হয না।।

###সেল্ফ এক্সাইটেড জেনারেটর আবার তিন প্রকার।যথাঃ

১.শান্ট জেনারেটর

২.সিরিজ জেনারেটর

৩কম্পাউন্ড জেনারেটর

##কম্পাউন্ড জেনারেটর আবার দুই প্রকার হয়ে থাকে।।

১.শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর।

২.লং শান্ট কম্পাউন্ড জেনারেটর।