##৫মপর্বঃ আজ আমরা শিখবো কিভাবে Mwm Generator Off করতে হয়।

mwm generator off করার প্রসেস অনেক সহজ। তাহলে এখন আলোচনা শুরু করছি।।

##কিভাবে Mwm generator Off করবো?

##উত্তরঃ

১. যদি একাধিক জেনারেটর থাকে তাহলে লোড কমিয়ে উপযুক্ত অবস্থায় আসলে তখন কন্ট্রল প্যানেল থেকে Deloading switchটি on করে দিবেন।। 

২. লোডে ট্রান্সফার হওয়া শেষ হলে automatic ভাবে C.B off হবে।

তারপর আপনি সার্কিট ব্রেকার সুইচ টি ও ডিলোডিং সুইচটি মেনুয়ালি অফ করে দিবেন।।

৩.জেনারেটর আনলোডিং হলে ১ মিনিট পর Engine Demand switch টি অফ করে দিবেন।।

৪.ওয়াটার টেম্পারেচার ৬০ ডিগ্রিতে আসলে

Raw water pump & Cooling tower off করে দিবেন।।


🌺🌺সবাইকে ধন্যবাদ🌺🌺

💐💐💐মোঃ হাফিজ💐💐💐