###৪র্থপর্বঃ কিভাবে Mwm জেনারেটর চালাবেন?


###অনেকেই আমরা Mwm জেনারেটর চালানো বা অপারেটিং শিখতে আগ্রহী সেজন্য আজ আমি তাদের উদ্দেশ্যে কিছু লিখে শিখানোর চেষ্টা করবো।। 

##প্রথমে পাওয়ার প্লান্টে প্রবেশ করেই জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো চেক করবেন।।

১.কনট্রোল প্যানেল একটিভ আছে কিনা দেখবেন। 

২.কোন এলার্ম থাকলে সেগুলো রিসেট করবেন।

৩.কন্ট্রল প্যানেলের প্যারামিটারে দেখবেন ভোল্টেজ ঠিক আছে কিনা।। 

৪.জেনারেটর রুমে দেখবেন মেইন গ্যাস ভালব ওপেন আছে কিনা এবং সেই সাথে গ্যাস প্রেসার

ও চেক করবেন।।

৫.ওয়েল লেভেল ও ওয়াটার প্রেশার চেক করবেন ঠিক আছে কিনা।।

৬.ইঞ্জিনের সকল ভালব ওপেন আছে কিনা দেখবেন।।

৭.সব ঠিক থাকলে এবার কন্ট্রল রুমে এসে প্যানেল বোর্ড থেকে ইঞ্জিন ডিমেন্ড সুইচটি অন করবেন।। 

৮.জেনারেটর চালু হয়ে গেলে এবার জেকেট ওয়াটার ৬০ ডিগ্রি সেঃ ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।।

৯.এখন সিবি বা সার্কিট ব্রেকার ক্লোজ করুন।।

৯১০.ধীরে ধীরে লোড বাড়া আরম্ভ হলে আপনি Raw water pump & Cooling tower on 

করবেন।।


১১.যদি পাওয়ার ফ্যাকটর ম্যানুয়ালি ধরাতে হয়

তাহলে সেটি ধরিয়ে দিবেন।।

১২.সব ওকে থাকলে All Factory তে লোড ডিসট্রিবিউসন করবেন।।

👉👉ধন্যবাদান্তে 👈👈

🥰🥰মোঃ হাফিজ।।🥰🥰