DC Generator


 ###৩য়পর্বঃ

ডিসি জেনারেটর এর ইফিসিয়েন্সি কি ও কত প্রকার।। 

আজ আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করবো।।


###জেনারেটরের মধ্যে  উৎপাদিত পাওয়ার/আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার/গৃহীত পাওয়ার এর অনুপাতকে  ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা  বলা হয়।


##ডিসি জেনারেটর এর কর্মদক্ষতার প্রকারভেদঃ

১.মেকানিক্যাল বা যান্ত্রিক ইফিসিয়েন্সিঃ ηm= আর্মেচার উৎপাদিত মোট বৈদ্যুতিক শক্তি/প্রাইম মুভারের সরবরাহকৃত যান্ত্রিক শক্তি=(EI/HP)

২.বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সিঃ  ηe= উৎপাদিত মোট বৈদ্যুতিক শক্তি/আর্মেচার উৎপাদিত বৈদ্যুতিক শক্তি = (VI/EIa)

৩.কমার্শিয়াল ইফিসিয়েন্সিঃ ηc= উৎপাদিত মোট বৈদ্যুতিক শক্তি/গৃহীত যান্ত্রিক শক্তি = (VI/HP)