##৭মপর্বঃ


আমাদের ডিসি জেনারেটর সম্পর্কে আরো কিছু জানার বাকি ছিল, আজ আমরা সেগুলো জানবো।

##ডিসি জেনারেটরের গঠন প্রণালি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবোঃ



dc generator details

Dc genetator


১.আর্মেচারঃ

এটি একটি জেনারেটরের একটি ঘুরন্ত অংশ যার সাথে বের হওয়া শ্যাফট লাগানো থাকে।


২.আর্মেচার কোরঃ

জেনারেটরের ভিতরে যে অংশটুকু ঘুরতে সক্ষম তাকেই আর্মেচার বলে। এটা দেখতে সিলিন্ডারের মতো দেখায় যাতে তামার কন্ডাক্টর প্যাচানো থাকে।

৩.আর্মেচার ওয়াইন্ডিংঃ

এই অংশ হলো আর্মেচার স্লটের বাকি অংশ যেটুকু প্যাচানো থাকে।


৩.ইয়োক বা ফ্রেমঃ

বাইরের আবরণী কে ইয়োক বা ফ্রেম বলা হয়। 

বড় জেনারেটরের ক্ষেত্রে স্টিল ব্যবহার হয়।

এবং ছোট জেনারেটরের জন্য এই ইয়োকে কাস্ট আয়রন ব্যবহার করা হয়।


৪.স্ট্যার্টার ম্যাগনেট/ফিল্ড ম্যাগ্নেটঃ

এর মধ্যে পোল শো ও পোল কোর থাকে। পোল শো ম্যাগনেটিক ফিল্ড কে তার অভ্যন্তরীণ জায়গার মধ্যে চার পাশে ছড়িয়ে  থাকে।

৫.কম্যুটেটরঃ

এটি দেখতে গোলাকার বিয়ারিং এর মত যার মাধ্যমে কারেন্ট এসে এখানে জমা হয়ে থাকে এবং পরবর্তী ধাপে যাবার জন্য প্রস্তুত হয়।।


৬.ফিল্ড ওয়াইন্ডিং ও পোল কয়েলঃ

এটি তামার তার দ্বারা তৈরি যার প্রতিটি পোল সুন্দরভাবে সাজানো থাকে।

৭.স্লিপ রিংঃ

এটি সর্বদা কম্যুটেটরের সাথে যুক্ত থাকে


৮.##ব্রাশঃ

এটি দেখতে অনেকটা চারকোণাকার আকৃতি। ব্রাশ কন্টাক্ট এর জন্য ব্যবহার করা হয় যা আউটপুটে সাপ্লাই দেয়। এটি কার্বন গ্রাফাইট দিয়ে তৈরি হয়।


৯.ব্রাশ ড্রপঃ

এটিতে সামান্য ভোল্টেজ ড্রপ হয়ে থাকে যা জেনারেটরের অভ্যন্তরীন রেজিস্ট্যান্স এর জন্য। এটি সাধারণত ১-২ ভোল্টের বেশি হবে না।।

More details of Generator click here :https://circuitglobe.com/construction-of-dc-generator.html


অবশ্যই লাইক,কমেন্ট ও শেযারের পাশি বন্ধুদের Invite করবেন।।


##সতর্কবাণিঃ

কেউ কপি করে পোষ্ট করবেন না কোথাও। তাহলে আপনি কপিরাইট  Claim এ পড়বেন।।


💕💕আপনাদের কে ধন্যবাদ💕💕