##৬ষ্টপর্বঃ

##আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি।।

##ডিসি মােটরে এসি সাপ্লাই দিলে কি পরিণতি হবে?

##উত্তরঃ

সিরিজ ফিল্ড ডিসি মােটরের চরিত্র অনেকটা ইউনিভার্সাল মােটরের মতো।। তাই সিরিজ ফিল্ড মােটরে এসি সাপ্লাই দিলে কিছুটা ঝাকুনি দিয়ে চলতে থাকবে। অন্য দিকে শান্ট ফিল্ড ডিসি মােটরে এসি সাপ্লাই দিলে এটি হান্টিং সহ শব্দ উৎপন্ন করতে থাকবে এবং ধিরে ধিরে গরম হবে এবং এক সময় পুরে যাবে।।


##এসি মােটরে ডিসি সাপ্লাই দিলে কি পরিনতি হবে? 

##উত্তরঃ

এসি মােটর চলার  শর্ত হলাে ঘূরন্ত চুম্বক ক্ষেত্র উৎপন্ন করা।যেহেতু ডিসি পাওয়ার স্থির চুম্বক ক্ষেত্র তৈরি করে তাই এ শর্ত অনুসারে সহজেই বলা যায় মােটর টি চলবে  না।


সতর্কতা বিধিঃ ডিসি তে ইম্পিড্যান্স ফর্ম করে না তাই ডিসি সাপ্লাইয়ে কারেন্ট এসি অপেক্ষা বেশি হবে। ফলে এক্ষেত্রে শর্ট সার্কিটের মতো অধিক কারেন্ট প্রবাহিত হবে এবং ওয়াইন্ডিং পুরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।।


😋😋সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।😋

সবার কাছে একটা চাওয়া নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন।


##সেজন্য লাইক,কমেন্ট ও শেয়ার করবেন এবং বন্ধুদের Invite 

করতে ভুলবেন না।।💖💖💖